সম্পাদকীয়

By : CESTUSS | : 11 November, 2021
সম্পাদকীয়

সেস্টাসের বাংলা মুখপত্র প্রেক্ষা এবং ইংরেজি মুখপত্র The Other Mind করোনা কালীন বিরূপ পরিস্থিতির কারণে মুদ্রিত আকারে প্রকাশ করা যাচ্ছে না। দুটো পত্রিকা শেষ বেরিয়েছিল যথাক্রমে আগস্ট ২০১৯ এবং ফেব্রুয়ারি ২০২০-তে। ফলে নিতান্ত বাধ্য হয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমরা একটা ওয়েবসাইট খুলে তাতেই দুই ভাষায় পত্রিকার অ্যাজেন্ডা মোতাবেক বিভিন্ন প্রবন্ধ গল্প ইত্যাদি বের করব। সেই অনুযায়ী গত আগস্ট মাস থেকে কাজ শুরু করে আমরা এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশের পথে।

এই সংখ্যাটা অনেকটাই পরীক্ষামূলক। কী কী লেখা থাকবে, কী ধরনের, কার থেকে লেখা চাইব—সবই খানিক সুবিধা মাফিক, হাতের কাছে সফট কপি বা বাংলায় ইউনিকোডে টাইপ করা যা আছে, তাই দিয়েই এবারের সংখ্যা সাজিয়ে দেওয়া হল। এর পর থেকে আমরা ধীরে ধীরে বিষয় পরিকল্পনা এবং লেখক মনোনয়নের দিকে নজর দিতে শুরু করব। সমস্ত কাজ গুছিয়ে তুলতে আরও কিছু দিন সময় লাগবে। আমাদের এই সাইটের যাঁরা পরিচালক, তাঁরাও এর সঞ্চালনায় দক্ষতা অর্জনের পথেই এর ক্রমাগত উন্নতি সাধন করতে পারবেন।

বাংলায় এখন বেশ অনেকগুলো পোর্টাল চালু রয়েছে। তার মধ্যে কয়েকটি যথেষ্ট শক্তিশালী এবং পাঠক সংখ্যার দিক থেকে বেশ সফল। সেই ভিড়ে আরও একটা বাংলা পোর্টাল নিয়ে আসা কতটা যুক্তিযুক্ত হল, তা আগামী দিন বলতে পারবে। সাহিত্য শিল্প সঙ্গীত ইতিহাস ঐতিহাসিক চরিত্র বিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি রাজনীতির নানা ক্ষেত্রে তত্ত্বগত অনুসন্ধান মূলক রচনা প্রকাশই আমাদের প্রধান লক্ষ্য। রাজনীতি বিষয়ক রচনার ক্ষেত্রে আমরা লেখকদের উদ্দেশে একটা আগাম সতর্কতা দিয়ে রাখতে চাই। যে কোনো মত প্রকাশে আমাদের আপত্তি না থাকলেও, রাজনৈতিক দলের মুখপত্রের আকারে নির্দিষ্ট কোনো দলের বক্তব্য, অথবা নির্দিষ্ট কোনো দলের সমালোচনা আমরা এখানে প্রকাশ করতে চাইছি না। যদিও সমকালীন রাজনৈতিক ঘটনার বিশ্লেষণের সময় বিভিন্ন দলের বক্তব্যের উল্লেখ বা সমালোচনায় কোনো বাধা বা আপত্তির প্রশ্ন নেই।  

এই নতুন যাত্রা পথে সেস্টাসের সদস্য শুভানুধ্যায়ী এবং পত্রিকা পাঠকদের শুভেচ্ছাই আমাদের পাথেয়। 

লেখক পরিচিতি

0 Comments
Leave a reply