প্রশ্ন হচ্ছে, এই অতিমারীর পরিস্থিতিতে, সব সঙ্গীত যখন এক ভাইরাসের ইঙ্গিতে থেমে যাচ্ছে, তখন CESTUSS
                 অনলাইনে কেন? খুবই সঙ্গত প্রশ্ন। গত এক বছর আমরা ঘরবন্দী, আবার কবে বেড়াতে যেতে পারব,
                 জানিনা।
                 যতদিন না বেরোতে পারছি, আসুন, মানসভ্রমণ করি। হৃদ্মাঝারে থাকুক নীল আকাশ, চোখে থাকুক স্বর্ণালি
                 বালুকাবেলার স্বপ্ন। 
                 সেই কারণেই এই সময়ে আমাদের আত্মপ্রকাশ।