কৌশিক দাসের দুটি কবিতা

By : কৌশিক দাস | : 11 November, 2021
কৌশিক দাসের দুটি কবিতা

আসিফাদের প্রতি

 

উঠে আয় তোরা,

পরিত্যক্ত নর্দমা থেকে, পাঁচিলের ওপার থেকে, 

রাজধানীর বুক থেকে উঠে আয় মা!

 

দেখ এখানে চিরদিন ভোর,

দিকে দিকে এই যে এত ফুল বিধাতার জন্য  নয়,

কেবল গাছেদের।

স্বাতী নক্ষত্রের চোখের জলই এখানে জাহ্নবী। 

যে ছেলেরা গন্ডুষ ভরে পান করছে সে জল, তারা সবাই প্রেমিক!

 

ভয় নেই মা!  এখানে ঘাসে পড়ে থাকে না কারো ছিন্ন দেহ!

প্রতিদিন ঘাসেতে সৃজ হয় সাদা ফুল আর নীল কবিতা। 

 

উঠে আয় মা! 

কাল সারারাত একদল পাগল কবি দেবতার সাথে বিদ্রোহ করে, 

মানুষের সাথে বিদ্রোহ করে, 

এই জায়গাটি ছিনিয়ে নিয়েছে।

 

অনেক দূরে যেতে হবে, মা।

উঠে আয়!

 

স্টিফেন হকিং

 

কক্ষচ্যুত একটি তারা এসে

ভালবেসে ফেলে তিক্ত জীবন রস! 

আমরা তাকে  হকিং  নামেই জানি, 

লড়াই শেখায় জীবন-ই তো কসমস।

 

সৃষ্টি আসলে অন্ধকারের থেকে

উৎসারিত আলোর খোঁজে ফেরা । 

তুমিই প্রথম সগৌরবে বলো

বিশ্ব শুধু  ব্রহ্ম  নিনাদ ঘেরা ।

 

মুক্তি বেগে যুক্তি ছোটাও তুমি , 

স্হবির তবু তুমিই চলমান। 

তোমার পায়ে আসন ধরিত্রীর , 

ধূলোর কণা  বসাও ভগবান। 

 

কয়েকশো রাত তারার দিকে চেয়ে

পেয়েছ তুমি জন্ম ভোরের খোঁজ?

আমরা বরং রাত্রি নেমে এলে, 

তারায় তারায় করবো তোমার খোঁজ।

 

লেখক পরিচিতি

0 Comments
Leave a reply

পাগলি

15 November, 2021 | : মৃদুল শ্রীমানী

আমাদের স্টিফেন হকিং

11 November, 2021 | : মাখনলাল নন্দগোস্বামী

কৌশিক দাসের দুটি কবিতা

11 November, 2021 | : কৌশিক দাস

কৌশিক দাসের দুটি কবিতা

11 November, 2021 | : কৌশিক দাস